ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

স্পেশাল গ্রিল্ড ‘ল্যামচপ’ 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২৫ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ভেড়ার মাংসের রেসিপি খুঁজছেন? তাহলে আজকের রেসিপিটি আপনারই জন্যই। 

এই খাবারটি খাসির মাংস দিয়েও তৈরি করা সম্ভব। এরজন্য খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। আসুন তাহলে জেনে নিই স্পেশাল গ্রিল্ড ‘ল্যামচপ’ তৈরির রেসিপি...

উপকরণ:

ভেড়ার মাংস ১৫ টুকরা।

রসুন ২ চা-চামচ ছেঁচে নেওয়া।

আদা ২ চা-চামচ।

পেঁপে ৫০ গ্রাম ভর্তার মতো চটকে নেওয়া।

দই ৫০ গ্রাম। লেবুর রস ২০ মি.লি.।

গরমমসলা ২ চা-চামচ।

লবণ স্বাদমতো।

মরিচগুঁড়া ১ চা-চামচ।

জাফরান ১ চা-চামচ।

গোল-মরিচেরগুঁড়া ১ চা-চামচ।

প্রণালি: 

মাংসে রসুন, আদা, পেঁপেভর্তা, দই, লেবুর রস, গরমমসলা, লবণ, মরিচগুঁড়া, জাফরান ও গোলমরিচের গুঁড়াতে মিশিয়ে ২-৩ ঘণ্টা মেরিনেইট করুন। তারপর গ্রিল করে নিন দুই পাশেই। 

ব্যস তৈরি হয়ে গেলো স্পাইসি গ্রিল্ড ‘ল্যামচপ’। প্রিয়জনকে গরম গরম পরিবেশন করুন।

নিউজওয়ান২৪/আ.রাফি

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত